শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২৩-২৪

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২৩-২৪

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‍‍`গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশী‍‍` এই শ্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ আমন ধান ও চাল  সংগ্রহ অভিযান ২৩-২৪ অর্থ বছরের উদ্বোধন করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, খাদ্য কর্মকর্তা দিপক চন্দ্র মন্ডল, শিক্ষক জহর তরপদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ, ব্যবসায়ী হাজী নজরুল ইসলাম, ব্যবসায়ী জাকির মিয়া প্রমুখ।

উপজেলা খাদ্য অফিস জানায়, গত ২৩ নভেম্বর ২০২৩ থেকেে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ১৪৪০ মেট্রিক টন সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ও ১৬০ মেট্রিক টন আতপ চাল ৪৩ টাকা কেজি দরে এবং ৫৩৩ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে চাল সংগ্রহ করবে সরকার।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ