মৌলভীবাজারে ৪শ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

মৌলভীবাজারে ৪শ পিস ইয়াবাসহ আটক ১

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সদর উপজেলা এলাকা থেকে ৪শ পিস ইয়াবাসহ আহাদ মিয়া (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্য রাতে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের অন্তর্গত বিন্নিগ্রাম গ্রামে আটককৃতের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। আটকের পর তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে আহাদ মিয়ার দেয়া তথ্য মতে তার ঘরের শোকেসে তল্লাশি করে আরও ২৬০ পিসসহ মোট ৪শ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আহাদ বিন্নিগ্রামের মৃত আখলিছ মিয়ার ছেলে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares