শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক :: শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। আজ রবিবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি খাদ্যগুদামে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শিক্ষক নেতা জহর তরপদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মণ্ডল, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সামাদ প্রমুখ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সামাদ জানান, আগামী ২৩ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৫৩৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ১৪৪০ মেট্রিক টন, আতপ চালের লক্ষ্যমাত্রা ১৬০ মেট্রিক টন। সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা, আতপ চাল প্রতি কেজি ৪৩ টাকা ও ধান প্রতি কেজি ৩০ টাকা দরে ক্রয় করা হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ