শ্রীমঙ্গল থানার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

শ্রীমঙ্গল থানার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের বিদায় সংবর্ধনা

ডায়াল সিলেট ডেস্ক :: শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স হলে  শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অসীম কুমার করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  চেয়ারম্যান ভানুলাল রায়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অফিসার ক্লাবের অন্যান্য  অফিসারগণ।

0Shares