প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেকের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার রাতে থানা পুলিশের উদ্যোগে থানার মাঠ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। থানার পরিদর্শক (তদন্ত) কৈশন্যুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।এসআই আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মমদুদ হোসেন, মো. আব্দুল মালিক ও জিমিউর রহমান, ডিএসবি ইন্সপেক্টর রজিউল্লাহ খান, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই।
এ ছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন, থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ, আব্দুর রহিম জিবান, আনোয়ার মিয়া, এএসআই তাজুল ইসলাম, নাজমুল হোসেন, রায়হান, কনস্টেবল মওদুদ আলম ও ফরিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech