জুড়ী থানার নবাগত ওসি মাইন উদ্দিন

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

জুড়ী থানার নবাগত ওসি মাইন উদ্দিন

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজার জেলার জুড়ী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন এস.এম মাইন উদ্দিন। তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) জুড়ী থানায় যোগদান করেন।

জানা যায়, সংসদ নির্বাচনের আগ মূহূর্তে দেশের ৩৩৮ থানার ওসিকে  বদলির অংশ হিসেবে তাঁকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) মোগলাবাজার থানা থেকে মৌলভীবাজার জেলার জুড়ী থানায় বদলি করা হয়েছে। জুড়ী থানায় বদলির আগে এস.এম মাইন উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) মোগলাবাজার থানায় কর্মরত ছিলেন। মোগলাবাজার থানার পূর্বে তিনি সিলেটের ওসমানীনগর থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের মোগলাবাজার থানায় বদলি করা হয়েছে।

জুড়ী থানায় যোগদানের পর ওসি এস.এম মাইন উদ্দিন  দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

0Shares