প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন শীতের প্রকোপ বেড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীত জেঁকে বসতে শুরু করে। রাত যত গভীর হয় শীতের প্রকোপ ততই বাড়তে থাকে। ভোরে ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ। এ অবস্থায় রাতে গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে ভুগছেন ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা। বিশেষ করে রাতের বেলা দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যতই দিন যাচ্ছে শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। এতে ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা তীব্র শীতের কবলে। ফলে হাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছেন মানুষজন।
অর্থাভাবে অভাবে শীতবস্ত্র কিনতে পারছেন না নিম্ন আয়ের অসহায় ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে চা বাগান এলাকার চা শ্রমিকেরা সকালের দিকে গাছের পাতা, লাকড়ি কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
শীত বাড়ার সাথে সাথে পাখির অভয়ারণ্য শ্রীমঙ্গলের বাইক্কা বিল হাওরসহ উপজেলার বিভিন্ন বিল, জলাশয়, চা-বাগান লেকগুলোতে এখন অতিথি পাখি আসতে শুরু হয়েছে। বিভিন্ন লেকে ইতোমধ্যে অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে ওঠেছে। এতে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে শ্রীমঙ্গলে রোগব্যাধিও বৃদ্ধি পেয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র শীতে শীতকালীন ডায়রিয়া, ঠাণ্ডা কাশি ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বৃদ্ধরা এসব রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বৃহস্পতিবার দুুপুরে মুঠোফোনে জানান, আজ (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস গতকাল বুধবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, চলতি সপ্তাহ থেকে উপজেলায় শীত পুরোপুরি শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমে তীব্র শীত নামতে পারে। শ্রীমঙ্গলে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার কথা জানান তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech