ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
দালালমুক্ত থাকবে কুলাউড়া থানা: নবাগত ওসি মাহমুদ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও থানা দালালমুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার রাতে থানায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ কুলাউড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় নবাগত ওসির সঙ্গে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আমির উদ্দিন ও আলাউদ্দিন।