প্রতীক পেয়েই প্রচারে সিলেটের প্রার্থীরা

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

প্রতীক পেয়েই প্রচারে সিলেটের প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

 

ডায়াল সিলেট রিপোর্ট :: প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার–প্রচারণা শুরু করেছেন সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীরা। সোমবার রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন তারা। অনেকে নির্বাচনি পোস্টার আগেই ছেপে রেখেছিলেন, প্রতীক পাওয়ার পর নির্বাচিন এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় তা টানানো শুরু হয়েছে।

 

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক। অন্যদের মধ্যে সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ আম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক পেয়েছেন।

 

পররাষ্ট্রমন্ত্রী সরকারি সফরে কুয়েত অবস্থান করায় প্রতীক বরাদ্দের তার পক্ষে প্রতীক গ্রহণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। পরে মোমেনের পক্ষে তার প্রতীক নৌকার প্রথম প্রচারণামিছিল করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ প্রমুখ।

 

সিলেট-২ আসনের নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। সোমবার তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এখানে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী নৌকা, গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ডাব এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।

 

সিলেট-৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের কর্মী-সমর্থকরাও প্রতীক বরাদ্দের পরপর আনন্দ মিছিল করেন।

 

এ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি, ইসলামী ঐক্যাজোটের মো. মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আনোয়ার হোসেন আফরোজ আম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

 

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ নৌকা, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির মো.আবুল হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর এই আসনের প্রার্থীরা মিছল ও গণসংযোগ শুরু করেছেন।

 

সিলেট-৫ আসনের প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন। এখানে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির ট্রাক্টর, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস’র মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক পেয়েছেন।

 

সিলেট-৬ আসনে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান আতা ছড়ি, জাতীয় পার্টির সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান মিনার এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

 

মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মবিন চৌধুরী। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতীক পাওয়ার পর প্রচারণা শুরু করেন।

 

প্রসঙ্গত, প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ