ষ্টাফ রিপোর্টার ::  আগামী ৭ই জানুয়ারীর ভোটের নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সিলেট নগরীতে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে ।

এসময় বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির লিফলেট বিতরণ পরবর্তী মিছিল অনুষ্ঠিত হয়। এসময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন নেতারা।

 

আজ শনিবার ২৩শে ডিসেম্বর দুপুরে নগরীর কাজিটুলা থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নয়াসড়কে এসে সমাপ্ত হয়।

 

এসময় মিফতাহ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে জনসাধারণকে রাজপথে নামার আহবান জানান। এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ ডামি নির্বাচনকে বর্জন করি। আগামী ৭ই জানুয়ারি নির্বাচনকে বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *