প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দ্বিতীয় ধাপে আরও ৭০০ চা শ্রমিক ও ৪০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। শুক্রবার দিনব্যাপী মৌলভীবাজারের মাজদিহি চা বাগান, শ্রীমঙ্গলে নতুন কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ে এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াছিন ও মাজদিহি চা বাগানের সিনিয়র সহকারী ম্যানেজার শাহরিয়া পারভেজ(এমিল)।
বিতরণ প্রসঙ্গে চা বাগানের সিনিয়র সহকারী ম্যানেজার শাহরিয়া পারভেজ বলেন, ‘স্বপ্নোথানের এই উদ্যোগে চা শ্রমিকরা উপকৃত হবে।স্বপ্নোত্থান দিন দিন আরও বড় হোক এবং তাদের এই কাজের ধারা অব্যাহত রাখুক।’
চা বাগানের বাসিন্দা নিত্যানন্দ আচার্য্য বলেন, ‘আমাদের বাগানবাসীরা শীতের সময় অনেক কষ্ট করে। স্বপ্নোত্থান থেকে শীতবস্ত্র পেয়ে আমরা সবাই অনেক আনন্দিত। আমাদের আবেদন থাকবে আপনারা যেন প্রতিবছরই এভাবে শীতবস্ত্র বিতরণ করেন।’
স্বপ্নোত্থান এর সিনিয়র সহ-সভাপতি ইনজামামুল হক লাবিব বলেন, ‘স্বপ্নোত্থান প্রতিবছরই চেষ্টা করে সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই শীতে তাদের উষ্ণতার ছোয়া দিতে শীতের কাপড় নিয়ে হাজির হয়েছি তাদের কাছে। আমাদের এই ধারা সামনেও অব্যাহত থাকবে, আগামী দিনেও আমরা পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ চালিয়ে যাবো।’
সার্বিক বিষয়ে সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: ইয়াছিন বলেন, ‘স্বপ্নোত্থান সৃষ্টিলগ্ন থেকেই সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। তারা প্রতিবছর শীতবস্ত্র বিতরণ এর মাধ্যমে, অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে চেষ্টা করছে। তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।’
এর আগে গত ২০ ডিসেম্বর প্রথম ধাপে মৌলভীবাজার, কুলাউড়া ঝিমাই টি এস্টেটের ৮০ টি পরিবারকে নতুন কম্বল ও প্রায় ৭৫০ জন চা শ্রমিককে শীতের কাপড় বিতরণ করে। এছাড়া গত ১৮ নভেম্বর থেকে ৩০ থেকে নভেম্বর পর্যন্ত পুরানো কাপড় ও নতুন কম্বলের জন্য নগদ অর্থ সংগ্রহ করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ প্রতিবছরের ন্যায় এবারও ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৩’ র আয়োজন করেছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech