সিলেটে বইয়ের চাহিদা ৫৫ লাখ, এসেছে ২৮ লাখ

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

সিলেটে বইয়ের চাহিদা ৫৫ লাখ, এসেছে ২৮ লাখ

ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেটে মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ির নতুন বইয়ের চাহিদা ৫৫ লাখ ৯৫ হাজার ৮৫০টি। বিপরীতে বই এসেছে ২৮ লাখ ৩৯ হাজার ১৪৩টি।

 

জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর ও ওসমানীনগর উপজেলা ছাড়া শতভাগ ইবতেদায়ি স্তরের বই বরাদ্দ এসেছে ১১টি উপজেলায়। সিলেটে মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ৩৭ লাখ ৬৫ হাজার ৩২৭। প্রাপ্ত বই ১৫ লাখ ৩০ হাজার ৪২১। সে হিসাবে বইয়ের ঘাটতি ২২ লাখ ৩৪ হাজার ৯০৬।

 

এছাড়া দাখিল স্তরের বইয়ের চাহিদা ১১ লাখ ৪০ হাজার ৭৭৯টি। প্রাপ্ত বই ৬ লাখ ৮০ হাজার ৭১৬। ঘাটতি রয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬৩টি বইয়ের। ইবতেদায়ি স্তরে বইয়ের চাহিদা ৬ লাখ ৮৯ হাজার ৭৪৪টি। প্রাপ্ত বই ৬ লাখ ২৮ হাজার ৬। বইয়ের ঘাটতি ৬১ হাজার ৭৩৮।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

 

তিনি জানান, জেলা শিক্ষা অফিস থেকে চাহিদা অনুসারে ১৩টি উপজেলার বইয়ের চাহিদা অনুসারে তালিকা পাঠালে সে পরিমাণ বইয়ের বরাদ্দ আসেনি। বরাদ্দ আসার পরপরই পর্যায়ক্রমে বিদ্যালয়গুলোয় বই পাঠানো হবে।

 

জানা যায়, সিলেট সদর উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ৯ লাখ ৫৪ হাজার ৩২১, প্রাপ্ত বই ২ লাখ ২৯ হাজার ৪০৭, প্রাপ্তির হার ২৪ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৯৭ হাজার ৮৪১, প্রাপ্ত বই ৪৭ হাজার ২৯২, প্রাপ্তির হার ২৪ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ১৯ হাজার ৪৪, প্রাপ্ত বই ৭২ হাজার ৪৬৬, প্রাপ্তির হার ৬১ শতাংশ।

 

ওসমানীনগর উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৭০ হাজার, প্রাপ্ত বই ৮৬ হাজার ৫৫০, প্রাপ্তির হার ৫১ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৭৮ হাজার ১৫৫, প্রাপ্ত বই ৪৯ হাজার ৯৫০, প্রাপ্তির হার ৬৪ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৪১ হাজার, প্রাপ্ত বই ২৫ হাজার ৮৪০, প্রাপ্তির হার ৬৩ শতাংশ।

 

বিশ্বনাথ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ২ লাখ ৩৩ হাজার ২০০, প্রাপ্ত বই ১ লাখ ৬৩ হাজার, প্রাপ্তির হার ৪৭ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৮০০, প্রাপ্ত বই ৬৯ হাজার ৮০০, প্রাপ্তির হার ৬৪ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৬৪ হাজার ৬০০, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

গোয়াইনঘাট উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ২ লাখ ৮৬ হাজার ৭৬৮, প্রাপ্ত বই ১ লাখ ৭৯ হাজার ৮৭, প্রাপ্তির হার ৬২ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৫৭ হাজার ৩, প্রাপ্ত বই ৪১ হাজার ৪৩১, প্রাপ্তির হার ৭৩ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৩০ হাজার ১৩৬, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

বালাগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ১ হাজার ২০০, প্রাপ্ত বই ৪৬ হাজার ৫০০, প্রাপ্তির হার ৪৬ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৪০ হাজার ৯৭০, প্রাপ্ত বই ২৮ হাজার ৭৮০, প্রাপ্তির হার ৭০ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ১৭ হাজার ৯০০, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

দক্ষিণ সুরমায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ২ লাখ ৮৬ হাজার ৯০৫, প্রাপ্ত বই ১ লাখ ১৭ হাজার ৩৮৬, প্রাপ্তির হার ৪১ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৩৭ হাজার ৮২, প্রাপ্ত বই ৪৯ হাজার ৬১০, প্রাপ্তির হার ৪৮ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৭৮ হাজার ২২৬, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

বিয়ানীবাজার উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ২ লাখ ১২ হাজার ৩০০, প্রাপ্ত বই ৯৫ হাজার ৮০০, প্রাপ্তির হার ৪৫ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৬৭ হাজার ৪০০, প্রাপ্ত বই ৪৮ হাজার, প্রাপ্তির হার ৭১ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৪১ হাজার, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৪৭ হাজার ২০০, প্রাপ্ত বই ৭৬ হাজার ৫০০, প্রাপ্তির হার ৫২ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৫১ হাজার ৮০০, প্রাপ্ত বই ৩৭ হাজার ৩০০, প্রাপ্তির হার ৭২ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৫২ হাজার ৪০০, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ। সিলেট জেলা শিক্ষা অফিসে মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৮০ হাজার ৫৭০, প্রাপ্ত বই ৪২ হাজার ৩০০। প্রাপ্তির হার ৪১ শতাংশ।

 

কানাইঘাট উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ৩ লাখ ৪০ হাজার ৬১০, প্রাপ্ত বই ১ লাখ ৮৪ হাজার ৪৮৫, প্রাপ্তির হার ৫৪ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ২৮ হাজার ৭০০, প্রাপ্ত বই ৮৯ হাজার ৩০০, প্রাপ্তির হার ৬৯ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৭৪ হাজার ৪০০, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৫ হাজার ৬৫০, প্রাপ্ত বই ৪৩ হাজার ৪৫২, প্রাপ্তির হার ৪১ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৫৫ হাজার ১১৫, প্রাপ্ত বই ৩৭ হাজার ৮৭৭, প্রাপ্তির হার ৬৯ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ২৬ হাজার ৬২৪, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

জকিগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ৩ লাখ ২৪ হাজার ৯৩০, প্রাপ্ত বই ১ লাখ ৬৭ হাজার ৭৩০, প্রাপ্তির হার ৫২ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৬৯ হাজার ৬০, প্রাপ্ত বই ৮৫ হাজার ২৬০, প্রাপ্তির হার ৮০ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৬৪ হাজার ৬০০, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

গোলাপগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ২ লাখ ৬৭ হাজার ৬৭৩, প্রাপ্ত বই ৫২ হাজার ৪২৪, প্রাপ্তির হার ২০ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৬৭ হাজার ৩, প্রাপ্ত বই ৭২ হাজার ৪৬৬, প্রাপ্তির হার ৬৮ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৪২ হাজার ৬৫৪, প্রাপ্ত বই সমপরিমাণ প্রাপ্তি শতভাগ।

 

জৈন্তাপুর উপজেলায় মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা ১ লাখ ৫৪টি। বই এসেছে ১ লাখ ২৫ হাজার। প্রাপ্তির হার ৬৭ শতাংশ। এই উপজেলায় দাখিল স্তরের বইয়ের চাহিদা ৪৫ হাজার ৫৫০টি। প্রাপ্ত বই ২৩ হাজার ৬৫০টি। প্রাপ্তির হার ৬৬ শতাংশ। এ ছাড়া ইবতেদায়ি স্তরের বইয়ের চাহিদা ৩৭ হাজার ১৬০টি। এখানে শতভাগ বই এসেছে।

 

0Shares