ভোটের মাঠেও সাকিবের ছক্কা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

ভোটের মাঠেও সাকিবের ছক্কা

ডায়াল সিলেট ডেস্ক :: মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন সাকিব। এসময় তার বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মাগুরা জেলায় মোট আসন ২টি। মোট ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৯২০। পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৭১০, তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন।

 

0Shares