ডামি নির্বাচন বাতিলের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

ডামি নির্বাচন বাতিলের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

ডায়ালসিলেটে ডেস্ক :: ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের একদলীয় নির্বাচন বাতিলের দাবিতে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে গত সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবাদ সভা করেছে মানবাধিকার সংগঠন ফাইত ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই)। সংগঠনের সভাপতি মো. রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মাদ মুঈনুদ্দীন মৃধার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মঈন উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ইউকে এবং ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ চৌধুরী মো. আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক মুহাম্মদ আমিন উদ্দিন, সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ আল মুনিম ও নিউজলাইফটোয়েনটিফোরের এডিটর মো. অহিদুজ্জামান।

আরও বক্তব্য রাখেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল, করিম মিয়া, সহ সভাপতি মো: আব্দুল গাফফার শাহীন শাহান বিন নিজাম, সহকারী সম্পাদক মো. ইকবাল
সহ সাংগঠনিক সম্পাদ কামাল আহমদ হোসেন, আশরাফুল আলম, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ, সহকারী অফিস বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, আইটি বিষয়ক সম্পাদক সাবের আহমদ, সহকারী আইটি বিষয়ক সম্পাদক এম এম ইয়াজদীন, নির্বাহী সদস্য শায়েখ আহমদ, শাহ নিপু, আব্দুর রহমান, ছমির আহমদ, মঈন উদ্দিন, রোহান তারিক, মো. সাইফুর রহমান, মো. কামাল হোসেন, মারুফ আহমদ, মো. তোফায়েল, রেজাউল ইসলাম খান, শিমুল ইসলাম, আমিরুল মোমিন রেজা, মো. আশফাক আহমদ জবলু, রুবেল আহমদ, জেওয়াজ আহমদ, মো. ইকবাল হোসেন, তোতা সরকার, আল আমিন, আব্দুর রহিম, তানভীর আলী, মো. রহিম মিয়া, মো. নাইমুল ইসলাম , আবুবকর, আব্দুল্লাহ আল জাবির, মাহমুদ হোসাইন, আব্দুল্লাহ আল মারুফ, জুয়েল আহমদ, মো. হারুন মিয়া, মো. আশরাফুল আলম, মায়েজ আহমদ, ওমর ফারুক, বশীর আহমদ, আবুল মনসুর, আমীর ফয়সল, জাহাঙ্গীর আলম, কামাল আহমদ, আবু বকর, আনওয়ার হোসেন, এনামুল হক, মো. ইমাদ খান, তানভীর আহমেদ, মুক্তাদির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ৭ জানুয়ারি যে প্রহসনের নির্বাচন করেছে, দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। শিশুদের এবং ভাড়া করা লোকদের এনে জাল ভোট দিয়েও মাত্র ২-৩ শতাংশ পড়েছে। আন্তর্জাতিক শক্তির কাছে এটা ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সরকার বেশিদিন টিকতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারী সরকার এই রকম নির্বাচন করে টিকে থাকতে পারেনি। জনগণ যখন রাস্তায় নেমে আসে স্বৈরাচার তখন পদত্যাগ করতে বাধ্য হয়। জনগণের আন্দোলন এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় অচিরেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হবে ইনশাআল্লাহ্‌।

তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ