প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জাহেদ আহমদ চৌধুরীর আমন্ত্রণে ৪ জানুয়ারি পূর্ব লন্ডনের টাউনহলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মায়ুন মিয়া তালুকদার, কাউন্সিলর কাবির হোসাইন, ইকবাল হোসাইন ও নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ থেকে আগত ড. নূরুল ইসলাম বাবুল, লন্ডনে বসবাসরত কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, এফ কে এম শাহজাহান, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল-এর সভাপতি মো. রায়হান উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, এ কে এম হেলাল উদ্দিন, যুবায়ের আহমদ, দেলওয়ার হোসাইন, জয়নাল আবেদিন, একলাছ মিয়া, মশাহিদ আহমদ প্রমুখ।
সভায় টাওয়ার হ্যামলেট কাউন্সিলের অধিভুক্ত এলাকার উন্নয়ন প্রকল্পের বর্ণনা দেন ক্যাবিনেট সদস্যরা। তারা এখানকার অধিবাসীদের হাউজিং সংকট সমাধানের আশ্বাস দেন এবং এছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য নাগরিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন স্পিকার ও কাউন্সিলররা।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেট কাউন্সিলে মোট ৪৫ জন কাউন্সিলর আছে। এর মধ্যে ১৯ জন বিরোধীদলের। মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে ৯ জনের একটি ক্যাবিনেট আছে। স্পিকারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে ক্যাবিনেট সদস্যদের জবাবদিহি করতে হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech