প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি।
মঙ্গলবার দলটির পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পাঠানো চিঠিতে আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্ম জিয়াউর রহমানের। তিনি একাত্তরের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন এবং স্বাধীনতা-পরবর্তীকালে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে যান। তিনি দেশের অষ্টম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান।
১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাদাবী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech