কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রধান আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রধান আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন

আন্তর্জাতিক ডেস্ক :: চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিমকান্ট্রি গ্রেট ব্রিটেন হলেও মেলায় প্রধান আকর্ষণ থাকছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

 

সম্প্রতি বাংলাদেশের রিকশা ও রিকশা চিত্র ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এই ঐতিহ্যগত শিল্পকলাকে প্রাধান্য দিয়ে এবারের ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন সাজিয়ে তোলা হবে।

 

এবারও কলকাতা আন্তর্জাতিক বই মেলার আয়োজনস্থল সল্টলেকের সেন্ট্রাল পার্ক। সেখানে ৩ হাজার ২শ ফুট জায়গা জুড়ে তৈরা করা হবে বাংলাদেশ প্যাভিলিয়ন। মোট ৪৫টি ছোট-বড় বাংলাদেশি প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে সরকারি ১০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।

 

জানা গেছে, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২০ জানুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। সেদিন সন্ধ্যায় সংযোগের সেতুবন্ধন: সাহিত্য, সংস্কৃতি শিল্পের ভূমিকা শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে এস.বি.আই অডিটোরিয়াম, বইমেলা প্রাঙ্গন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ।

এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, বিশিষ্ট নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিন্ময় গুহ, পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির চেয়ারম্যান কবি সুবোধ সরকার, কলকাতার পাবলিশার্স এন্ড বুকসেলাসর্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলামসহ বিশিষ্টজনরা।

 

গ্রেট ব্রিটেন থিম কান্ট্রি হওয়ায় মেলায় সবচেয়ে বড় প্যাভিলিয়নটি থাকছে তাদের। এরপরে দ্বিতীয় বৃহত্তম প্যাভিলিয়ন থাকছে বাংলাদেশের। কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উপস্থিত থাকবেন কলকাতায় নিযুক্ত উত্তর ও উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু অ্যালেকজান্ডার ফ্লেমিং।

 

গ্রেট ব্রিটেন ছাড়াও প্রতিবছরের মতো ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ বিভিন্ন দেশ। এবার ১২ বছর পর জার্মানি অংশ নিচ্ছে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা…ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকছে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।

 

গত বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বই বিক্রি হয়েছে আনুমানিক ২৬ কোটি রুপি যা সর্বকালের রেকর্ড বলে জানায় গিল্ড। তাদের ধারণা এবারের বইমেলা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ