প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: কিছু জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার বা স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আমাদের ফেয়ার নির্বাচন দেবেন বলে আশ্বস্ত করেছিলেন, তারা কথা রাখেননি।’
বুধবার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।
চুন্নু বলেন, নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের অনেক সমস্যা হয়েছে। অনেক জায়গায় অনিয়ম হয়েছে। আমার এলাকায় হয়তো ফেয়ার হয়েছে। সেটা আমার কারণে হোক, যে কোনো কারণে হোক। অনেক জায়গায় ফেয়ার হয়নি।
সুনামগঞ্জ ও ময়মনসিংহে ক্ষমতাসীনদের পক্ষে সিল মারার অভিযোগ এনে তিনি বলেন, অনেক জায়গায় অনিয়ম হয়েছে। যে কারণে আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে, এ কথা বলার সুযোগ নেই। কিছু জায়গায় ফেয়ার হয়েছে, অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। যেখানে সরকারের লোকরাই জড়িত ছিল।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech