একযোগে জাতীয় পার্টির ৬৭১ জনের পদত্যাগ

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

একযোগে জাতীয় পার্টির ৬৭১ জনের পদত্যাগ

ডায়াল সিলেট ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

জাতীয় প্রেস ক্লাবে এই গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একে একে স্বাক্ষর করে পদত্যাগ করেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। তিনি বলেন, ‘এই পদত্যাগের তালিকা আরো বড় হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে আরো অংশগ্রহণ করেন বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সভায় জাতীয় পার্টিকে নতুন করে ব্রাকেটবন্দি করার ইঙ্গিত প্রদান করে বলা হয়, পর্যায়ক্রমে আরো নেতা পদত্যাগ করবেন।

সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ