মানিকগঞ্জে নিপা ভাইরাসে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

মানিকগঞ্জে নিপা ভাইরাসে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মারা যাওয়া বাবুল মিয়া সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১৭ জানুয়ারি তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ