প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪
বিনোদন ডেস্ক :: ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর পর্দা নেমেছে রবিবার। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসবটির সমাপনী দিন শেষ হয়েছে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এবারের উৎসবের স্লোগান ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে।
উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিয়েছেন। কোন কোন বিভাগে কারা পেয়েছেন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার-
শিশুতোষ সিনেমা বিভাগ : সেরা শিশুতোষ সিনেমা (বাদল রহমান পুরস্কার): বিপুল শর্মা পরিচালিত ‘প্রভাস’, ভারত।
অডিয়েন্স অ্যাওয়ার্ড: শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার (মুজিব: দ্য মেকিং অফ আ নেশন)’, বাংলাদেশ, ভারত।
বিশেষ অডিয়েন্স অ্যাওয়ার্ড: অভিজিৎ শ্রীদাস পরিচালিত ‘বিজয়ের পরে’, ভারত।
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ : সেরা ফিচার ফিল্ম: ওলেগআসাদুলিন পরিচালিত ‘দেয়ার অ্যান্ড ব্যাক’, রাশিয়া।
সেরা তথ্যচিত্র: হ্যানসেল লেভা ফানেগো পরিচালিত ‘কুনানফিন্ডা: দ্য ল্যান্ড অব ডেথ’ কিউবা।
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: গোলাম রাব্বানী পরিচালিত ‘সুরত’, বাংলাদেশ।
নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগ- সেরা ফিচার ফিল্ম: মানিজেহ হেকমত পরিচালিত ‘জাঙ্কস অ্যান্ড ডলস’, ইরান।
সেরা তথ্যচিত্র: ন্যান্সি সভেনডসেন পরিচালিত ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’, মার্কিন যুক্তরাষ্ট্র।
সেরা পরিচালক: ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য জিওংমু এনওএইচ, দক্ষিণ কোরিয়া।
স্পেশাল মেনশন: চৈতালী সমদ্দার পরিচালিত ‘মুক্তি’, বাংলাদেশ।
বাংলাদেশ প্যানোরামা: পূর্ণদৈর্ঘ্য বিভাগ ফিপরেস্কি পুরস্কারের বিজয়ী (পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম): পান্থ প্রসাদ পরিচালিত ‘সাবিত্রী’।
বাংলাদেশ প্যানোরামা: ট্যালেন্ট বিভাগ: ফিপরেস্কি পুরস্কারের বিজয়ী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): বৈশাখী সমদ্দার পরিচালিত ‘লায়লা’।
প্রথম রানারআপ শর্ট ফিল্ম: শুভাশিস সিনহা পরিচালিত ‘ইনাফি’।
দ্বিতীয় রানারআপ শর্ট ফিল্ম: জিয়াউল হক রাজু পরিচালিত ‘অন্তহীন পথে’।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা চিত্রনাট্য: মুহিদ্দীন মুজাফফর পরিচালিত ‘ফরচুন’, তাজিকিস্তান।
সেরা সিনেমাটোগ্রাফি: অ্যাঞ্জেলোস র্যালিস পরিচালিত ‘ইন দ্য টাইম অফ ফ্লাডস’, বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস।
সেরা অভিনেত্রী: বাদেমা। কিয়াও সিক্সু পরিচালিত ‘দ্য কর্ড অফ লাইফ’ সিনেমা, চীন।
সেরা অভিনেতা: অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত পরিচালিত ‘চলচ্চিত্র এখন’ সিনেমা, ভারত।
সেরা পরিচালক: জগৎ মনুওয়ার্না। সিনেমা ‘রাহাস কিয়ানা কান্দু, শ্রীলঙ্কা।
সেরা সিনেমা: কিয়াও সিক্সু পরিচালিত ‘দ্য কর্ড অফ লাইফ’, চীন।
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: আসকার উজাবায়েভ পরিচালিত ‘বাকিত’, কাজাখস্তান।
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম।
অ্যাঞ্জেলোস র্যালিস পরিচালিত ‘মাইটিআফ্রিন’ সিনেমা, বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস।
২২ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সবার কাছে আগ্রহের বিষয় ছিলেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এবারই প্রথম তিনি এ উৎসবে যোগ দিয়েছেন। তিনি এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করেছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech