প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর সুরমা মার্কেট থেকে কাজির বাজার সড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর ৩৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, যুবদল নেতা দুলাল আহমেদ, বাবলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমেদ, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আব্দুল আমিন, কয়েস আহমেদ, ব্রাজিল বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৬নং ওয়ার্ড শাখার সাবেক সদস্য সচিব রবিন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজির খান, মনসুর আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য শাহনূর আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, তারেক রহমান, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, লিটন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বাবলু মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন শাহজাহান, সাগর আহমদ, আফতাব উদ্দিন, নুরুল আমিন, আহমেদ আলী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস আলী, বিয়ানিবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাজা হোসাইন সিকদার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল আহমেদ, খাদিম পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রিমন আহমদ, শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শমসু আহমেদ, মুন্না আহমেদ, সেমুন খান, লিয়াকত আহমেদ, আলী নূর, জেলা যুবদল নেতা সোহাগ, ময়নুল, রায়হান, রাফি, রিমন আহমদ তালুকদার, সাকিন আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, ৭ জানুয়ারির প্রহসনের একদলীয় নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech