সিলেটে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল কালাম আজাদ

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

সিলেটে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল কালাম আজাদ

ডায়াল সিলেট ডেস্ক :: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

 

বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

 

একইদিন চট্টগ্রাম ও রংপুর বিভাগেও নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত যুগ্ম সচিব এ টি এম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

 

আর বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের জনস্বার্থে দায়িত্ব পালনের জন্য বদলিপূর্বক পদায়ন করে নিয়োগ দেওয়া হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।

 

0Shares