বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের খবর জানানো হয়নি।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে এ বৈঠক শুরু হয়। পৌনে এক ঘণ্টাব্যাপী চলে বৈঠক।

 

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে-এর সঙ্গে এই বৈঠক হয় বলে জানা গেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অংশ নেন।

 

বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, মার্কিন দূতাবাস থেকে আমাদের ডাকা হয়েছিল। বৈঠকে আমাদের ইন্টারনাল বিষয়ে কথা হয়েছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

 

বিএনপির একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। দূতাবাসের পক্ষে থেকে কিছু বিষয়ে জানতে চেয়েছে। সেইসব বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ