প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিনোদন ডেস্ক :: কণ্ঠশিল্পী শামস ভাই ও ইবনাত সালমার নতুন গান ‘পানওয়ালি’। সুহেল খানের কথায় সুর করেছেন এ এন ফরহাদ ও এইচ আর ফারদিন খান এবং সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।
গানে র্যাপ করেছেন এম আর রিজান। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও নাফিসা নুসরাত প্রনমি। ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা রাজ বিশ্বাস শংকর। কোরিওগ্রাফার রোহান বেলাল।
গীতিকার সুহেল খান বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।
নির্মাতা রাজ বিশ্বাস শংকর জানান, গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।
জানা গেছে, গানটি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এস এল কে মিউজিক চ্যানেলে প্রকাশ পাবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech