স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া

ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

শায়রুল বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে বাসা থেকে এভার কেয়ার হাসপাতাল উদ্দেশ্য রওনা করে ৬টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে রওনা দিয়ে ১২টায় গুলশানে ফিরোজায় পৌঁছান।

 

চিকিৎসক জাহিদ সাংবাদিকদের বলেন, ৩০ দিন বেগম খালেদা জিয়া বাসায় থাকার পরেই কিছু পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের সিসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

 

তিনি বলেন, সিসিইউতে রেখেই বেগম খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা বাসায় সম্ভব নয় সেগুলোর পরীক্ষা জন্য তাকে হাসপাতাল যেতে হয়।

 

0Shares