প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সময় সেই ভবনটিতে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ সচেতন নয় বলে ক্ষোভপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আমরা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন, যার কোনো অগ্নিনির্গমন পথ ব্যবস্থা নেই।’
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় বীমা দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বেইলী রোডে একটি বহুতল ভবনে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলো না। তিনি সবসময় স্থাপত্যবিদদের অনুরোধ করেন যেনো খোলা বারান্দা বা ভেন্টিলেশন এবং অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হয়। কিন্তু স্থাপত্যবিদরা সেভাবে নকশা করেন না, আবার মালিকরা এক ইঞ্চি জায়গাও ছাড়তে চায়না।
অথচ আমরা ফায়ার এক্সটিংগুইসার লাগানোসহ অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ বার বার দিচ্ছি। সেটা কিন্তু তারা মানে না। এ ঘটনায় ৪৬ জন মানুষ মারা গেছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?
উক্ত অনুষ্টানে প্রধানমন্ত্রী বলেন, এইসব ক্ষেত্রে সচেতনতা খুব বেশি প্রয়োজন। এক্ষেত্রে আরো ব্যাপকভাবে যাতে মানুষ সচেতন হয় সেজন্য আপনারা (বীমা সংশ্লিষ্ট মহল) চেষ্টা করবেন, আমাদের তরফ থেকে আমরা করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ যাতে আরও বীমার দিকে এগিয়ে আসে সে বিষয়ে আপনারা আরো যত্নবান হবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech