প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: ৬৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর নগরীর লালদীঘির পাড়ার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সিলেটভিউকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জামিনের কাগজপত্র পৌঁছালে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।
ইমদাদ হোসেন চৌধুরীর মুক্তির খবর পেয়ে আগ থেকে কারাফটকে অবস্থান করেছিলেন সিলেট মহানগর বিএনপি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজিব ও সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাংগঠকি সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইবুর রহমান সোয়েব, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু, ০৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ খান, ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সৈয়দ লোকমানুজ্জামান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা কারাফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech