প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে আংশিক কমিটি দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটি ঘোষণা করেন। আংশিক এই কমিটির মোট সদস্য ৭ জন। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদার) মোহা. জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার) শরিফ প্রধান শুভ।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও নতুন করে গঠন করা হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে থাকা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন।
ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সাহস ও শিপন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ঢাবি ছাত্রদলের সভাপতি পদে মনোনীত হয়েছেন গনেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক মনোনীত পেয়েছেন নাহিদুজ্জামান শিপন।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে অন্যান্য পদে আছেন—মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ-সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক; এবং নূর আলম ভুইয়া ইমন সাংগঠনিক সম্পাদক।
নবগঠিত কমিটির সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি জগন্নাথ হল ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাহিদুজ্জামান শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন সভাপতি ছিলেন খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক ছিলেন আরিফুল ইসলাম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech