প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: ১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (৪ মার্চ) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে বিপন্ন করবে। গত কয়েকদিন আগেও এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। এখন আবার ৮ টাকা বৃদ্ধি মেনে নেওয়া যায় না।
তারা আরও বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির ফলে জনজীবন এমনিতেই চরম দুর্বিষহ। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন করার উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বানও জানান তারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech