শাবি প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

শাবি প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কার্যক্রম সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে গেস্ট অব অনার ও শাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, কি-নোট স্পিকার হিসেবে ‘দৈনিক আজকের পত্রিকা’র সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম রুদ্র। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান নাঈম।

 

ম্যাগাজিন উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, শুভাকাঙ্ক্ষী, ক্যাম্পাসের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

0Shares