প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৪
স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’ এর ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। জমজমাট এই টুর্নামেন্টের ড্রাফটে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আছেন জাহানারা আলম।
মঙ্গলবার ড্রাফটে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে দ্য হানড্রেড। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। ড্রাফটে থাকা প্রত্যেক ক্রিকেটারই আছে একটি সর্বনিম্ন মূল্য।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আছেন তৃতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ১৪ ক্রিকেটারের সর্বনিম্ন দাম হবে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪ লাখ টাকা।
৬০ হাজার পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকা) ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম আছে ৫০ হাজার পাউন্ড বা ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে।
এছাড়া বাকি বাংলাদেশি ক্রিকেটারদের প্রত্যেকেই সর্বনিম্ন একটি মূল্য পাবেন। এ তালিকায় আছেন- নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
ড্রাফটে দামের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছে ৭ বিদেশি ক্রিকেটারের নাম। তাদের দামের ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন ৯ জন ক্রিকেটার। এ তালিকায় থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।
এর আগে কখনো হানড্রেড টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্রিকেটাররা খেলেননি। ২০২১ সালে ১০০ বলের প্রতিযোগিতাটি প্রথমবারের মতো আয়োজন করেছিল ইংল্যান্ড। আসরের সর্বশেষ শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। আগামী আসর শুরু হবে চলতি বছরের জুলাইয়ের ২৩ তারিখে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech