প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :: ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বুধবার (৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। তাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে ২০১৬ সালে। তখন রেকর্ড আট হাজার ৮৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।
আইওএম জানিয়েছেন, নিরাপদ অভিবাসনের পথ সীমিত হওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রতি বছর অবৈধ পথ বেছে নেয়।
বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবেচেয়ে প্রাণঘাতী রুট হলো ভূমধ্যসাগর। গত বছর অন্তত ৩ হাজার ১২৯ জনের মৃত্যু ও নিখোঁজ রেকর্ড করা হয় এই পথে।
২০২৩ সালে অর্ধেকের বেশি অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয় পানিতে ডুবে। ৯ শতাংশের মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায় ও ৭ শতাংশের মৃত্যু হয় সহিংসতায়।
-সূত্র: এএফপি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech