সব ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান দেশে ফিরবেনই: ডা. শাহাদাত

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

সব ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান দেশে ফিরবেনই: ডা. শাহাদাত

ডায়াল সিলেট ডেস্ক :: সব ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান একদিন দেশে ফিরবেন বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

ডা. শাহাদাত বলেন, তারেক রহমান বিএনপিকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। তিনি লন্ডনে বসে ভিন্ন প্রক্রিয়ায় বিএনপির রাজনীতিতে একটি নতুন ধারা, নতুন দর্শন ও রোডম্যাপ দিয়েছেন। তিনি দেশে না থেকেও দেশের মাটি ও মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছেন।

 

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতারের পর কারাগারে নিষ্ঠুর নির্যাতনের মধ্যে একটানা ১৮ মাস কারাবাস করতে হয়েছে তাকে।

 

তারেক রহমানের বিরুদ্ধে প্রতিটি মামলাই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ দাবি করে ডা. শাহাদাত বলেন, দেশে বর্তমানে যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলে আছেন তারেক রহমান তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। কারণ দেশে না থেকেও তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দালিলিক প্রমাণসহ আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করছেন।

 

তিনি আরও বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান একদিন দেশে ফিরবেনই।

 

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলাসহ প্রমুখ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ