প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৪
স্পোর্টস ডেস্ক :: আজ বুধবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সাফল্যের অন্যতম পয়োমন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
এই ম্যাচের একাদশ কেমন হতে পারে? তিন মাস আগে গত বছর ডিসেম্বরে নেলসন ও নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৩ পেসার, ৬ ব্যাটার আর ২ স্পিনার দিয়ে দল সাজিয়ে শতভাগ সাফল্যের দেখা মিলেছিল। এবার ঘরের মাঠে কি সেই কম্বিনেশনই থাকবে, নাকি রদবদল ঘটবে?
কম্বিনেশনে তেমন বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে একাদশে হয়তো একটা বদল ঘটবেই। সেটা হলো, গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার এ অভিজ্ঞ যোদ্ধা ও পরীক্ষিত সেনা আছেন দলে। হয়তো তিনি খেলবেনও। আজ অধিনায়ক শান্তর কথায় সে ইঙ্গিত।
নিউজিল্যান্ডের মাটিতে সাকিব আল হাসান ছিলেন না। এবারও নেই। কাজেই তাকে জায়গা করে দিতে আর কাউকে বাদ দেওয়ার দরকারও নেই। তবে মাহমুদউল্লাহকে নিতে হলে একজনকে বাদ দিতেই হবে।
এখন প্রশ্ন হলো, মাহমুদউল্লাহ দলে ঢুকলে বাদ যাবেন কে? ধারণা করা হচ্ছে, এনামুল হক বিজয়কে একাদশের বাইরে নিয়ে তার জায়গায় রিয়াদকে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে লিটন দাসকে চার নম্বর থেকে ওপরে টেনে ওপেনার হিসেবে খেলানোর সম্ভাবনা যথেষ্ট।
লিটনের সঙ্গে সম্ভবত সৌম্য সরকারকে ওপেন করতে দেখা যাবে। অধিনায়ক শান্ত তিন নম্বরে, তাওহিদ হৃদয় চার, মুশফিকুর রহিম পাঁচে, মাহমুদউল্লাহ ছয় এবং মেহেদী হাসান মিরাজ সাত নম্বরে খেলবেন।
টি-টোয়েন্টির শেষ ম্যাচে দারুণ ব্যাট করা রিশাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তিন পেসার কোটায় তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের সঙ্গে তানজিম হাসান সাকিবের অন্তর্ভুক্তি ঘটলে অবাক হওয়ার কিছ থাকবে না।
একাদশ ও ব্যাটিং অর্ডার নিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হলে অধিনায়ক শান্ত অবশ্য তা কৌশলে এড়িয়ে গেছেন। লিটন দাস কি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মত লঙ্কানদের সাথেও চারে খেলবেন? টাইগার অধিনায়কের জবাব, ‘কাল যখন ব্যাটিং নামবে তখনই জানতে পারবেন। পুরোটাই দলের পরিকল্পনা। দলের জন্য যার যেখানে প্রয়োজন হবে, সেটাই করা হবে। কিন্তু এখন এটা বলতে চাইছি না।’
অধিনায়কের কথায় বোঝা যাচ্ছে, সৌম্য সরকারের ওপরও তার আস্থা প্রচুর। সৌম্যকে কীভাবে ব্যবহার করতে চান, জানতে চাইলে শান্তর চটপট জবাব, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছু মিলিয়ে ওর কাছ থেকে শতভাগ পেতে চাই।’
আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech