প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের কাছে দেশের মেধাবীদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আপনি বুয়েট, চুয়েট, ডুয়েটসহ যেখানেই পড়ালখো করেন না কেনো তার কোনো মূল্য নেই। আজ দেশের বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এ ধরনের রিপোর্টও প্রকাশিত হয়েছে। এর কারণ কী?’
এর উত্তরে রিজভী বলেন, ‘এর কারণ হলো এ দেশে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভালো জায়গায় চাকরি করার কোনো সুযোগ নেই। কারণ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া অথবা বিরোধী রাজনীতি করা। যদি কারো স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে ভেরিফিকেশনে চাকরি হয় না।’
শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজ বিরোধী সমর্থকদের প্রতিযোগিতামূলক ও মেধার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চাকরির সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সমাজ তৈরি করা হয়েছে। আজ এমন দেশে বসবাস খরা খুবই কষ্টের।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দিয়ে ইফতার মাহফিল না করার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। আর তারই নমুনা দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে হামলার ঘটনা। এভাবে একটি দেশের বৃহত্তম ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠানে আক্রমণ চালানো হচ্ছে।’
তিনি বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নির্মম নির্যাতন চালিয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে দমাতে ব্যর্থ হয়েছে। আজ এ ইফতার মাহফিল তারই প্রমাণ। সরকার পতনের আন্দোলনে যার যার অবস্থান থেকে প্রত্যেককে অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী।
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা) এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ডেজা সভাপতি রুহুল আলমমের সভাপতিত্বে ও এনামুল কবির সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব‘র মহাসচিব আলমগীর হাছিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, আব্দুস সোবহান, ডেজার সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech