আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন দিচ্ছে না বিএনপি ও সমমনা দল জোট

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন দিচ্ছে না বিএনপি ও সমমনা দল জোট

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: এবারের বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো অংশগ্রহণ করেনি । তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও তারা দলগতভাবে সমর্থন দেবে না ।

 

যেহেতু এবার নির্বাচনে দলীয় প্রতীক নেই তাই নিজ উদ্যোগে কেউ প্রার্থী হলে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে এ বিষয়ে এখন পরিষ্কার কোনো ঘোষণা দেয়া হয়নি বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে।

 

তবে শিগগিরই দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বিএনপি’র দলীয় সূত্র জানিয়েছে।

 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে জানান, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তটা বিএনপি’র একা নয়। কারণ বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনের অন্য দলগুলোও রয়েছে। তাই নির্বাচনে যাবো, এই কথা শুধু আমরা বললেই হবে না। সমমনা দল এবং জোটের সঙ্গেও কথা বলে উনাদের সিদ্ধান্ত জানতে হবে। এরপরে বিএনপি’র পক্ষ থেকে জানানো হবে।

 

এদিকে, এ ব্যাপারে নির্বাচনে দলের কোন নেতাকর্মীরা অংশগ্রহন করতে পারবে কিনা তা বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই।

 

 

এব্যাপারে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলীয় এই সিদ্ধান্ত যারা অমান্য করবে, অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে।

এদিকে, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোও উপজেলা নির্বাচনে যাচ্ছে না। ইতিমধ্যে এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তও নিয়েছে। তবে দল ও জোটগুলোর নেতারা স্বতন্ত্র থেকে নির্বাচনে গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

 

 

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ই মে এসব উপজেলায় ভোটগ্রহণ হবে। গতকাল ইসি’র বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। চারটি ধাপে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে। এরমধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলোর তফসিল ঘোষণা করা হয়।

 

 

বৈঠক শেষে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেয়া যাবে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত।

 

মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ই এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২শে এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩শে এপ্রিল। আর ভোটগ্রহণ ৮ই মে।

 

 

১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ।

প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ২৩শে মে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে ২৯শে মে এবং চতুর্থ ধাপের ৫ই জুন ভোট হবে।

 

0Shares