প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪
স্পোর্টস ডেস্ক :: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছিল বাংলাদেশ। ৩২৮ রানের বড় হারের পর এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে এই ম্যাচটি।
গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি পোথাস।
তিনি বলেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার এক বছর পর টেস্টে ব্যাক করেছেন। সাকিবের মতো প্লেয়ার থাকা যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। সাকিবকে স্বাগত জানাই, এটা সবসময় দারুন কিছু, যখন সে ড্রেসিংরুমে থাকে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলের ফিরে সবাই তার কাছ থেকে শিখতে পারে।’
‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’-যোগ করেন পোথাস।
এদিকে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা সাকিবের ফেরা নিয়ে বলেন, ‘আসলে এটা নিয়ে ম্যাচের পর কথা বলতে পারব। ম্যাচের আগে বলতে পারছি না।’
এদিকে শ্রীলঙ্কা দলের টপ অর্ডার নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করল। আগের ম্যাচগুলোয় তো ভালোই করেছে। আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস।’
এছাড়া দলের বোলারদের উপর আস্থা রাখছেন ধনঞ্জয়া, ‘আমাদের পেসাররাই আগের ম্যাচে ২০ উইকেট তুলেছে। স্পিনাররা এই ম্যাচে ভূমিকা রাখতে পারে। এর ফলে পেসারদের কাজ সহজ হয়ে যাবে। ফলে স্পিনার পেসাররা মিলে ভাগাভাগি করে উইকেট তুলতে পারবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech