দেশের সার্বিক পরিস্থিতি ভয়াবহ: রেজাউল করীম

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

দেশের সার্বিক পরিস্থিতি ভয়াবহ: রেজাউল করীম

ডায়াল সিলেট ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশের সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দেশ হয়তো স্বাধীন আছে, ধীরে ধীরে দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার অবস্থা তৈরি হচ্ছে।’

 

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ বলেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধীদল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এতে ভারত যতটুক না ক্ষিপ্ত, তার চেয়ে সরকার দলীয় লোকজন বেশি ক্ষিপ্ত। এটা ভালো লক্ষণ নয়।

 

তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি এত পরিমাণে বেড়েছে, যে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এক বছরেই কয়েকটা পদ্মা সেতু তৈরি করা সম্ভব। শাসকগোষ্ঠীর উন্নয়নের বুলি মিথ্যায় পর্যবসিত হয়েছে। উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সারাদেশে অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে। শ্রমিকরা খাবারের কষ্ট পাচ্ছে। উন্নয়নের যেসব কথা শোনা যায় তা নির্দিষ্ট লোকজনের উপকারে কাজে আসতেছে। সাধারণ মানুষের উপকার হচ্ছে না।

 

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্ছিত-বঞ্চিত ও অবহেলিত। বিভিন্ন মিল-কারখানায় সামান্য অজুহাতে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। ঈদের আগেই শ্রমিকদের বকেয়া ও বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

 

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে সঠিকভাবে যাকাত আদায় করলে দেশের মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে থাকবে না।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ