গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: আরিফুল হক চৌধুরী

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ৭ জানুয়ারির কথিত ডামি নির্বাচনে গঠিত অবৈধ ডামি সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। পুরো বাজার ব্যবস্থাকে দলীয় সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়ার কারণে মানুষ রমজান মাসে খেজুরও খেতে পারছে না। আওয়ামী দুঃশাসনের ফলে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এ থেকে জাতিকে মুক্ত করতে আওয়ামী বাকশালীদের হঠাতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়নে আমরা ভীত নই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।

 

শনিবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

 

ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. গুলজার আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সম্পদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর শাকুর শফিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম হাসিমী উদ্যান জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান জগলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ।

 

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, ৩নং অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা বিএনপির সহ ক্ষুদ্র ও শ্রম বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, জেলা বিএনপি নেতা লায়েছ আহমদ, উপজেলা বিএনপি নেতা মাসুক উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুগ্ম সম্পাদক এনামুল হক মাক্কু, বিএনপি নেতা হাজী বশির মিয়া, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা বিএনপি নেতা বাদশা মিয়া মিয়া, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ, বিএনপি নেতা শওকত আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য সচিব মকসুদুল করিম নুহেল, যুবদল নেতা আজমল হোসেন তুহিন, যুবদল নেতা আনা মিয়া, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব, শ্রমিক দল নেতা দিলোয়ার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন তালুকদার, কামালবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, বিএনপি নেতা আব্দুল হান্নান সাহেদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিক আলী, বিএনপি নেতা নুর আলী, ইরন মিয়া, সমছু মিয়া, ফয়সল আহমদ, কবির আহমদ, ছয়ফুল ইসলাম, যুবদল নেতা শেখরুল আলম, আলী হোসেন, রুশন আলী, রুহেল আহমদ, জেলা ছাত্রদল নেতা অলিউর রহমান ফেরদৌস, সৈয়দ সাইফুর রহমান, মাসুম বিল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন রানা, ছাত্রদল নেতা রাজন, সুমন, জাকারিয়া, হৃদয় ও ইমন প্রমুখ।

 

0Shares