প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি তারা বুয়েটকে ধ্বংসে ছাত্ররাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল নুর
তিনি বলেছেন, আজকে আবার বুয়েটে হিজবুত তাহরীর, মৌলবাদ, জঙ্গিবাদের ধোঁয়া তুলছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তুলছে।
আমাদের পরিস্কার কথা, বুয়েটের ছাত্রদের সঙ্গে অন্যায় কিছু হলে আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামব। এর তুমুল প্রতিরোধ গড়ে তুলবো।
সোমবার মুসলিম লীগ আয়োজিত ঢাকার একটি হোটেলে রাজনীতিবিদের ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।
এসময় ভিপি নুরুল নুর বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তান, জঙ্গিবাদ মৌলবাদ বলে মন্তব্য করে অপমান করছে। ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে বুয়েটে যাচ্ছে , শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা দেশের লক্ষ-কোটি মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু আওয়ামী লীগ সারা দেশের মতো বুয়েট দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে চাচ্ছে। স্বাধীন দেশে আজকে আমরা পরাধীনের মতো জীবনযাপন করছি। যেখানে বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, নেই মৌলিক অধিকার।
নুর আরও বলেন, ‘নাইন- ইলেভেনের পর মুসলিম বিশ্বে ইসলামি রাজনৈতিক শক্তির দমনে আর্ন্তজাতিকভাবে জঙ্গিবাদ, উগ্রবাদের যে ধোঁয়া তোলা হয়েছিল ভারতীয় তাবেদার এই সরকার ক্ষমতায় থাকতে দেশেও ভারতের পরামর্শে সেই জঙ্গিবাদ, উগ্রবাদের ধোঁয়া তুলে আর্ন্তজাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে। তাই দলমত নির্বিশেষে সকলে মিলে ছাত্রলীগের শিক্ষাঙ্গনে অপরাজনীতির বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech