প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: সরকার ও সরকারের ঘনিষ্ঠজনদের লুটপাট দেখে চোর-ডাকাতও ব্যাংক ডাকাতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের ঘনিষ্ঠজনরা যেহেতু বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করছে, হরিলুট করছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে। তাদের লুটপাট দেখে দেশের প্রকৃত চোর ডাকাত ও সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি শুরু করেছে।’
বুধবার (৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শ্রমিকদল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন সংসদ সদস্যের বিদেশে ২৫০টির বেশি বাড়ি রয়েছে। অঢেল টাকা বিদেশে পাচার করেছেন। সরকারের লোকেরা লাখ লাখ কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, কানাডাসহ উন্নত বিশ্বে বেগমপাড়া তৈরি করেছেন। তাদের এই লুটপাট দেখে ডাকাতরাও এখন উৎসাহিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গতকাল বান্দরবানে ব্যাংক ডাকাতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুকি-চিন গোষ্ঠী এ ব্যাংক লুট করেছে। আবার সিআইডি বলছে অন্য কথা। লুটপাট নিয়েও সরকার দ্বিচারিতা করছে।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ বাবু প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech