প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন ।
আজ বুধবার (১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেখানে ঈদ উদযাপন করছেন জিম্মি নাবিকরা। জাহাজের মালিকপক্ষের এক সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
একটি ছবিতে দেখা গেছে, নামাজের পর তাঁরা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তাঁরা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় বলেও জানা গেছে।
জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
মার্চ মাসের ১২ তারিখে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech