যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত

ষ্টাফ রিপোর্টার :: আজ যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করেন মুসল্লীরা এসময় যুক্তরাজ্যের ইষ্ট লন্ডন মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে কয়েক ধাপে ঈদের জামাত আদায় করেন ।

দিনের শুরুতেই ঈদের নামাজ আদায় করার জন্য যুক্তরাজ্যের নিজ নিজ এলাকার মসজিদে ছুটে যান মুসল্লীরা । মসজিদগুলোতে ও খোলা মাঠেও বাঙালী ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

এসময় ঈদের জামাতগুলোতে ফিলিস্তিনী নির্যাতিত মুসলিমসহ মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর নতুন পোষাক পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে আসেন । নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ সপরিবারে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ফোন কলে ও ভিডিও কলের মাধ্যমেও ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা।

0Shares