প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার পর থেকে ভয়ে আত্মগোপনে থাকার কথা জানান তিনি। এসময় নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকবেন জানিয়ে জনগনের কাছে দোয়া চেয়েছেন।
আল মামুন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রিয় কুষ্টিয়া সদর উপজেলাবাসী, আমি ও আমার পরিবার শঙ্কার মধ্যে আছি।
ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী, মজিদ মেম্বার, জেলা পরিষদ সদস্য জহুরুল আমাকে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও আমার ঢাকার বাসাসহ বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। জেলা পরিষদের সদস্য জহুরুল আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেছে তা নাহলে আমি ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করে দিবে।
জেলা পরিষদ সদস্য জহুরুলের ফোন থেকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা আমাকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার জন্য বলেছে। আমি এখন তাদের ভয়ে আত্মগোপনে আছি। আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে আছি এবং থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
এদিকে, গত ১৫ই এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দ্দার ও বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন।
এদের মধ্যে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দ্দার আগেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এবিষয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয় নিয়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দ্দার সংবাদ মাধ্যমকে জানান, দল থেকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশনা ছিল তাই আমি সরে দাড়িয়েছি। আমাকে প্রত্যাহারের জন্য কেউ হুমকি দেয়নি।
চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন জানান, আমি বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান। উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। গত সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। আমার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আতাউর রহমান আতাসহ বেশ কয়েকজন হুমকি দিয়েছে। আমি বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আত্মগোপনে রয়েছি। আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো।
আতাউর রহমান আতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই। তিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এবিষয়ে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার বলেন, সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে হুমকি দেয়ার কোনো অভিযোগ আসেনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech