দেশে হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

দেশে হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশে চলমান তাপ প্রবাহের কারণে হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়ছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পযন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। সারা দেশের তাপমাত্রা মঙ্গলবারের থেকে বুধবার কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই।

 

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানানো হয়।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ