মধ্যরাতে হাজারিবাগ মাঠে উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাসের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪

মধ্যরাতে হাজারিবাগ মাঠে উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাসের মরদেহ উদ্ধার

 

 

ষ্টাফ রিপোর্টার ::  সিলেট নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠে সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে হাজারিবাগ এলাকার পেছনের একটি মাঠে তার মরদেহ পড়েছিল।
পরে স্থানীয় লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

 

জানা যায় রাত ২টা ২১ মিনিটের দিকে মরদেহ ঘটনাস্থলে থাকা এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাংশু কুমার দে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল রাখা ছিল।

নিহত অমিত দাস শিবু সুনামগঞ্জে গৌর চাঁদ দাসের ছেলে। তিনি নগরের বাগবাড়ি নরসিং টিলা এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

 

 

জানা গেছে, অমিত দাস শিবু রাতে উত্তরপূর্ব পত্রিকা অফিসে কাজ করে বাসায় ফিরছিলেন। এরপর রাত পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ অমিতের লাশ উদ্ধার করে।

 

 

স্থানীয়রা জানান, অমিত দাস শিবুর মোটরসাইকেলটি অনেকটা দূরে রাখা ছিল। দেখে মনে হচ্ছে, দূরত্ব থাকায় হয়তো তাকে টেনে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত জুতা দুই স্থানে পড়েছিল। যে কারণে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এছাড়া তার সঙ্গে থাকা মোবাইলও হারিয়ে গেছে । তাতে মৃত্যু রহস্য আছে।

 

 

এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। এই জায়গাটিতে দেখাচ্ছে।তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

এ অবস্থায় তার পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ