দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। টানা দাবদাহের কারণে কাজ করতে পারছেন না কর্মজীবী ও সাধারণ মানুষ। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে বের হলেও তাদের অনেকেরই নাজেহাল অবস্থা। কর্মস্থলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুও হচ্ছে। এর মধ্যে বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জন্য দুর্বিষহ অবস্থা তৈরি করেছে এই তাপপ্রবাহ।

 

এদিকে, সড়কে যানবাহন চালানো এবং পায়ে হাঁটতে গেলে রোদে গলে যাওয়া পিচে জুতা এবং যানবাহনের চাকা আটকে যায়।

 

সড়ক-মহাসড়কের কাজ পেতে ঠিকাদারদের বিভিন্ন স্তরে ঘুষ দিতে হয়। ফলে নির্মাণে নিম্নমানের পিচ, বিটুমিন তথা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। ফলে ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পিচ গলে যাচ্ছে। পিচ গলে যাওয়ায় সড়কে আটকে যাচ্ছে গাড়ির চাকা; কমে যাচ্ছে যানবাহনের গতি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক মহা সড়কে এতো নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে যে ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পিচ গলে পথচারীদের জুতা আটকে যাচ্ছে।

 

এতে জনজীবন হয়ে গেছে অনেকটাই দুর্বিষহ অবস্থা।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ