নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর সূচি ঘোষণা

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর সূচি ঘোষণা

ডায়ালসিলেট ডেস্ক :: টি-টোয়েন্টি নারীদের বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩রা অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

একই মাঠে সন্ধ্যায় কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশে হতে যাওয়া এই বিশ্বকাপে সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি। ফাইনাল হবে ২০ অক্টোবর। বাংলাদেশে হতে যাওয়া এই বিশ্বকাপে সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি। যেখানে ১২টি সিলেটে ও ১১টি ম্যাচ হবে মিরপুরে। দশ দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশ। আয়োজকরা গ্রুপ পর্বে নিজেদের চারটি ম্যাচই খেলবে মিরপুরে।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা ভারত ও স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি। ১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত হয়েছে।

বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। এবার মোট দুইটি ভেন্যুতে (মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম) খেলা হবে। আর ২৭শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবরের মধ্যে প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারে বিকেএসপির মাঠগুলোতে।

প্রতিটি দল গ্রুপপর্বে চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে। সিলেটে প্রথম সেমিফাইনাল হবে ১৭ই অক্টোবর। আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ই অক্টোবর ঢাকায়। এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা একটি দল।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল।বি গ্রুপের ম্যাচ ঢাকায় আর ‘এ’ গ্রুপের ম্যাচগুলো হবে সিলেটে। ৫ই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ই অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এর সাথে খেলবে বাংলাদেশ নারী দল । আর ১২ই অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আসরের আংশিক সূচি :

৩রা অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফাই (২) সন্ধ্যা ৭টা ঢাকা

৫ই অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড সন্ধ্যা ৭টা ঢাকা

৬ই অক্টোবর ভারত-পাকিস্তান সন্ধ্যা ৭টা সিলেট

৯ই অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বিকাল ৩টা ঢাকা

১২ই অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা ঢাকা

১৭ই অক্টোবর প্রথম সেমিফাইনাল সন্ধ্যা ৭টা সিলেট

১৮ই অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যা ৭টা ঢাকা

২০শে অক্টোবর ফাইনাল সন্ধ্যা ৭টা ঢাকা।

২০১৪ সালে পুরুষ ও নারী উভয় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। যেখানে নারীদের আসরে ইংল্যান্ডকে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ