সিলেটে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪

সিলেটে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: বিসিক জেলা কার্যালয় খাদিমনগর সিলেট এর আয়োজনে এবং বিপণন বিভাগ বিসিক ঢাকার সহযোগিতায় আন্তর্জাতিক চাহিদার গুরুত্ব বিবেচনায় ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (৬ মে) সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা আসমা বেগম এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিপণন, নকশা ও কারুশিল্প বিসিক এর পরিচালক আব্দুন নাসের খান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু।

 

স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার। বক্তব্য রাখেন গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ